ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে যৌথ অভিযানে হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

সিরাজগঞ্জে যৌথ অভিযানে হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামীসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব -১২, র‌্যাব-১ ও সিপিএসসি গাজীপুরের যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো, ওই উপজেলার ভাটারা গ্রামের নজরুল ফকির (৪৮) ও আরিফুল ইসলাম (২৮)।

র‌্যাব-১২’র কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উক্ত আসামিদের সাথে একই গ্রামের জহির উদ্দিনের পারিবারিক কলহ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এরই জের ধরে গত ৮ জানুয়ারী জহির উদ্দিনের স্ত্রী, ছোট ভাইয়ের স্ত্রী ও মাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিৎিসাধীন অবস্থায় জহিরের মা ফাতেমা বেগমের (৬০) মৃত্যু হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উল্লেখিত স্থানে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং তাদেরকে তাড়াশ থানায় সোপর্দ করা হয়েছে ।

সিরাজগঞ্জ,আসামী,হত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত